বাংলা বিরোধীদের কাছে বাংলার মানুষ কখনই মাথা নত করবেন না। শহিদ দিবসের মেগা কর্মসূচির আগেই নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলীয় মুখপত্রের বিশেষ নিবন্ধে নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছেন।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলার মানুষ বারবার দেখিয়ে দিয়েছে যে কোনও অবস্থাতেই তাঁরা বাংলা বিরোধীদের সামনে মাথা নত করবেন না। পাশাপাশি মৃত ১৩-জনকে স্মরণ করে সম্মান জ্ঞাপণ করেন তিনি।
অন্য বছর তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠানের আগে থেকেই তৎপর থাকেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেশের বাইরে থাকায় তাঁকে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি।
অন্যদিকে বিগত বছরগুলিতে ২১ শে জুলাইয়ের আগের দিনই ব্যবস্থাপনা দেখতে বের হতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের থাকার জন্য বিভিন্ন ক্যাম্পেও যেতেন তিনি। গত শুক্রবার কলকাতা ফিরলেও শহিদ মঞ্চ বা অন্য কোথাও যেতে দেখা যায়নি তাঁকে।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ঘিরে জল্পনাও তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলেছিলেন, মেগা কর্মসূচির মূল অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে কিনা। যদিও শহিদ দিবসের সকালে অভিষেকের টুইটে সেই জল্পনার অনেকটাই অবসান হবে বলে মনে করছেন অনেকেই।