মহারাষ্ট্র গোমন্তক পার্টির (MGP) সঙ্গে জোট বাঁধলেও কোনও আসন পায়নি তৃণমূল কংগ্রেস (TMC)। গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Assembly Election 2022) প্রথমবার লড়াই করে যা সাফল্য এসেছে, সেটাই অনেক। আগেই জানিয়েছিল দল। তবে কেন এমন ফল, তা নিয়ে এবার কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। সেই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), হরিয়ানার তৃণমূল নেতা অশোক তানওয়ার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুষ্মিতা দেব ও গোয়ার সহ পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী। কমিটিতে নাম নেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)।
গোয়ার ফল নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন শক্তিশালী করার বার্তা দেন। রবিবার তিনি জানান, আগামী ২৬ মার্চ একটি সম্মেলন হবে। সেখানে গোয়া বিধানসভার প্রার্থীরা ও তৃণমূলের কোর টিমের সদস্যরা অংশ নেবেন। গোয়াবাসীদের মন জয় করতে কী কী করা যায়, তার পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন অভিষেক।
আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে জোড়া কর্মসূচি শাসকদল তৃণমূলের, শুভেন্দুর নেতৃত্বে পালটা কর্মসূচি বিজেপির
গোয়াতে ৪০টি আসনের মধ্যে ২৬টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি আসন ছিল এমজিপির। মাত্র ২টি আসনে জয় পায় তাঁরা। ফলঘোষণার পরই জোট ভেঙে গিয়েছে দুই দলের। আগামী দিনে গোয়ায় সংগঠন শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করবে তৃণমূলের এই কমিটি।