মঙ্গলবার কালীঘাটে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সন্ধে ৭ টা নাগাদ কালীঘাট মন্দিরে প্রবেশ করেন তিনি।
সোমবার সকালেই আমেরিকা থেকে কলকাতা ফেরেন অভিষেক। বেশ কিছুদিন আগেই চোখের অস্ত্রপচারের জন্য আমেরিকা যান তিনি। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও সপরিবারে উপস্থিত ছিলেন অভিষেক।
আরও পড়ুন- Bombay High Court : স্বামীর চরিত্র নিয়ে অভিযোগ তুললে দেখাতে হবে প্রমাণ, নির্দেশ বম্বে হাইকোর্টের
গত ৫ অক্টোবর আমেরিকায় তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর অস্ত্রোপচার হয় অভিষেকের। তারপর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। চোখের পরিস্থিতি ভাল হওয়ায় বাড়ি ফেরার অনুমতি পান অভিষেক। এরপরই সোমবার সকালে কলকাতা ফেরেন তিনি।