সকালেই আমেরিকা থেকে ফিরেছিলেন। আর সন্ধ্যায় বাড়ি কালীপুজোতে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে এবার একটু দূর থেকেই তিনি পুজো উপভোগ করলেন। কারণ, সদ্য তাঁর চোখে অপারেশন হয়েছে। চিকিৎসকরা ধোঁয়া, ধুলো থেকে তাঁকে দূরে থাকতেই পরামর্শ দিয়েছেন। তাই কালো চশমা পরেই অঞ্জলি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু বাড়ির পুজো তিনি কোনও ভাবেই হাতছাড়া করতে চাননি। তাই ঘনিষ্ঠ মহলের জানিয়েছিলেন, তিনি কালীপুজোর দিনেই কলকাতা ফিরবেন। সেই মতো এদিন সকালেই শহরে ফেরেন তিনি। আর সন্ধ্যায় সপরিবারে চলে আসেন বাড়ির পুজোতে যোগ দিতে।
মাথায় সিত্রাং নিয়ে চিন্তা থাকলেও, এই একটা দিন একদম অন্য মেজাজে পাওয়া যায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সোমবারের সন্ধ্য়াতেও তার কোনও ব্য়তিক্রম হল না। অতিথিদের আপ্য়ায়নের পাশাপাশি পুজোর কাজ কার্যত একা হাতেই সামলেছেন মমতা। প্রতিবারের মতো এবারও পুজোর ভোগও রাঁধেন।