কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোট। তাতে বিচলিত নয় তৃণমূল কংগ্রেস। ভোট প্রচারের শেষ দিনে ফের তা বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে রাজ্যের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত শাপে বর হতে পারে বলেই মনে করছেন অভিষেক। তিনি জানিয়েছেন, অতীতেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং তাতে তৃণমূলের জয় আরও বড় হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট নতুন করে নির্দেশ দিয়েছে, পঞ্চায়েতের ভোট গণনার ১০দিন পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। তার আগে রাজ্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার আদালতের নির্দেশকে স্বাগত জানান অভিষেক। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী আসায় শাপে বর হয়েছে। তিনিও চান প্রত্যেক বুথের বাইরে রাখা হোক কেন্দ্রীয় বাহিনীকে।
শনিবারের ভোটের আগে বিরোধীদের অভিষেকের বার্তা, দরকার হলে আমেরিকা থেকে পুলিশ এনে ভোট করাতে পারেন। কিন্তু মনে রাখবেন ভোট মানুষ দেবে। আর রাজ্যবাসীর মনে শুধু তৃণমূল বলেই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।