রাজ্যের বকেয়া আদায়ের রাজ্যপালের আশ্বাস। তারপরেই পঞ্চম দিনের মাথায় ধরনা প্রত্যাহার করে নিল তৃণমূল কংগ্রেস। রাজভবন থেকে বেরিয়ে ধরণা প্রত্যাহারের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন অভিষেক-সহ ৩০ জন তৃণমূল প্রতিনিধি। রাজ্যপালের আশ্বাসের পর কেন্দ্রকে এই মাসের শেষ দিন পর্যন্ত সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : রাজ্যপাল-অভিষেক বৈঠক, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থার আশ্বাস, দাবি তৃণমূলের
দীর্ঘ টালবাহানার পর সোমবার রাজ্যের বকেয়ার দাবিতে সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে মিনিট ২০ বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়েই, তৃণমূলের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া টাকা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাঁদের কথা দিয়েছেন রাজ্যপাল।
যদিও, রাজভবন যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে অবশ্য ২৪ ঘণ্টার কথা উল্লেখ করা হয়নি। রাজ্যপাল বিবৃতিতে জানিয়েছেন, তিনি তৃণমূলের প্রতিনিধি দলকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন।