পালিয়ে বেশ দূর যেতে পারল না। হাওড়া স্টেশন (Howrah station) চত্বর থেকে পুলিশের জালে ধরা পড়ল মিনিবাসের পলাতক চালক (Driver)। রবিবার ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় বিয়ে বাড়ির ভাড়া করা একটি মিনি বাস। এই ঘটনায় আহত হন ২৭ জন। তারপর থেকেই পলাচক ছিল বাসের চালক। তাকে হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, স্টিয়ারিংয়ে গণ্ডগোলের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলেই জেরায় স্বীকার করছে ধৃত ওই চালক।
পুলিশ আরও জানতে পেরেছে, বাসের মালিকের নাম শেখ গরাই। তাঁর বাড়ি হাওড়ার বাঁকড়ার পশ্চিম কাবারপাড়ায়। তিনি মৃত। দুর্ঘটনাগ্রস্ত ওই মিনিবাসটির বিরুদ্ধে ২০৩টি মামলা রয়েছে। ওই মামলাগুলি খতিয়ে দেখেছেন পুলিশ আধিকারিকরা। এর মধ্যে পুলিশের ট্রাফিকের সাইটেশন মামলা ১৯৪টি, কম্পাউন্ড মামলা একটি। শিয়ালদহ ও ব্যাঙ্কশাল আদালতে রয়েছে ৬টি সাইটেশন ও দু’টি কম্পাউন্ড মামলা।
আরও পড়ুন : ডোরিনা ক্রসিংয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস
রবিবার দুপুরে বরযাত্রী বোঝাই মিনিবাসটি ধর্মতলার মোড়ে আসার মুহূর্তেই প্রচণ্ড শব্দ করে ফুটপাথের রেলিং ভেঙে ভিতরে ঢুকে একদিকে কাত হয়ে উলটে যায়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধার কাজ। বাসের পিছনের অংশ গ্যাস কাটার দিয়ে কেটে একের পর এক রক্তাক্ত শিশু ও মহিলা-সহ যাত্রীদের বের করা হয়।
কলকাতার সব ‘আনফিট’ বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। মোটর ভেহিক্যালসকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। নড়েচড়ে বসছে কলকাতা ট্রাফিক পুলিশও। আনফিট বাসের বিরুদ্ধে শুরু হবে এবার অভিযান।