এবার থেকে প্রশাসনিক কাজে ব্যবহার করা যাবে না কোনও সিভিক ভলান্টিয়ারকে। আদালতের নির্দেশ মেনে এই নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। আগামী ২৯ মার্চ এই নির্দেশিকার কথাই আদালতকে জানানো হবে। রাজ্য পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র পুজো এবং উৎসবেই পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। এছাড়া জনসাধারণের নিরাপত্তা, ট্রাফিক এবং বেআইনি পার্কিংয়ের কাজে তাঁদের ব্যবহার করা যাবে। ১ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার। তার আগে সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য পুলিশের এই নির্দেশিকাকে বেশ গুরুত্বপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের।
হাওড়ার ছাত্রনেতা আনিশ খান খুনে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা উঠেছিল। সেই মামলায় রাজ্য পুলিশকে ভর্ৎসনাও করেছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার এই ব্যাপারে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশকে নির্দেশও দিয়েছিলেন। বিচারপতির সেই নির্দেশ মেনেই সিভিক ভলান্টিয়ারদের কাজের ক্ষেত্র বেধে দেওয়া হল।
প্রাক্তন পুলিশ কর্তাদের মতে, অনেক আগেই সিভিক ভলান্টিয়ারদের কাজের পরিধি মেপে দেওয়া উচিত ছিল। তবে নির্দেশিকা কতটা কার্যকর হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।