আরজি করের চিকিৎসক ছাত্রী মৃত্যুর ঘটনায় ফের সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ছাত্রী মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় বলে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সঞ্জয়ের ফোন বাজেয়াপ্ত করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁর মোবাইলে ভর্তি নীল ছবি। ঘটনার আগে ও পরে সে মদ্যপ ছিল বলে জানিয়েছে পুলিশ। এমনকি তাঁকে গ্রেফতারের কারণ ও উল্লেখ করা হয়েছে পুলিশের তরফে।
ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখেই মূলত অভিযুক্তকে নাগালে পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই রাতে ৩০ থেকে ৩৫ মিনিট অভিযুক্ত সঞ্জয় ছিলেন চেস্ট বিভাগের সেমিনার রুমের কাছে। রাতে নিহত ছাত্রী এবং তাঁর বন্ধুরা ডিনার করেন, একসঙ্গে অলিম্পিক দেখেন। এরপর সেমিনার হলে ওই ছাত্রী একাই বিশ্রাম নিতে গিয়েছিল। সম্ভবত ঘুমের সময়েই তাঁর উপর অত্যাচার হয়ে বলে মনে করছে পুলিশ।
এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্লুটুথের তার পুলিশকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, সঞ্জয় নাকি জানিয়েছে সে ঘটনা ঘটিয়ে ফেলেছে ,ফাঁসির সাজা নিতে প্রস্তুত। অভিযুক্তের মানসিক স্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।