এবার তৃণমূলে(TMC) যোগ দিতে চেয়ে আবেদন করলেন জয় বন্দ্যোপাধ্যায়(Joy Banerjee)। সদ্য বিজেপিত্যাগী নেতা সম্প্রতি তৃণমূল(TMC) নেতৃত্বের সঙ্গে দেখা করে একরাশ অভিমান-ক্ষোভ উগরে দেন বিজেপির(BJP) বিরুদ্ধে। তাঁর অভিযোগ, কিছুদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও বিজেপির(BJP) কোনও নেতাই তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তারপর থেকেই তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়।
গোয়া বিধানসভা ভোট(Goa Assembly Election) মিটলেই তাঁর আবেদন মঞ্জুর হবে বলেই আশা করছেন জয় বন্দ্যোপাধ্যায়(Joy Banerjee)। তাঁর কথায়, গত ৬ নভেম্বর তিনি প্রধানমন্ত্রীকে(PM of India) চিঠি দিয়েই বিজেপি(BJP) থেকে সরে আসেন। জয় বন্দ্যোপাধ্যায়ের(Joy Banerjee) অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Narendra Modi) ভালোবেসে বিজেপিতে(BJP) যোগ দিলেও ধীরে ধীরে তাঁর দলের প্রতি আস্থা নষ্ট হয়। নাম না করে রাজ্য বিজেপির(BJP West Bengal) একাধিক নেতার বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এর পাশাপাশি তিনি জানান, বাইরে থেকে নেতা এনে বাংলার ভোট জেতা সম্ভব নয়।
আরও পড়ুন- Kolkata Police : KYC আপডেটের নামে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি, মিম বানিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ
২০১৪ সালে বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়(Joy Banerjee)। তারপর জয়কে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় বিজেপির(BJP) তরফে। নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেনি। একুশের ভোটে প্রার্থী করার কথা হলেও শেষপর্যন্ত তাঁকে আর প্রার্থী করা হয়নি। রাজনৈতিক মহলের ধারণা, তারপর থেকেই ধীরে ধীরে জয়ের(Joy Banerjee) সঙ্গে বিজেপির(BJP) দূরত্ব বাড়তে শুরু করে। দলের বিরুদ্ধে প্রকাশ্যেই নানা মন্তব্য করতে শুরু করেন এই অভিনেতা।