লক্ষ্মীপুজোর দিন চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন নাট্যকার-অভিনেতা কৌশিক সেন। সঙ্গে ছিলেন স্ত্রী রেশমী, পুত্র ঋদ্ধি ও তাঁর বান্ধবী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ তাঁরা কথা বলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তাঁরা। এদিন ধর্নামঞ্চেই লক্ষ্মী সেজে প্রতিবাদ জানালেন এক চাকরিপ্রার্থী। পিছনে পোস্টারে লেখা, ‘এসো মা লক্ষ্মী, বসো আমাদের ধর্নামঞ্চে’। উল্লেখ্য, লক্ষ্মীপুজোর দিন ৫৭৪ দিনে পড়ল তাঁদের এই অবস্থান।
ধর্নামঞ্চ থেকেই রাজ্য সরকারকে আক্রমণ করেন কৌশিক সেন। দ্রুত নিয়োগের দাবি জানান এই অভিনেতা। পাশাপাশি, তাঁর বক্তব্য, কে কতটা দুর্নীতিগ্রস্ত, তা দেখার প্রয়োজন নেই। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। চাকরি পাক বঞ্চিতরা। ঋদ্ধির কথায়, যে কোনও মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকলেই তাঁরা এখানে আসবেন। পাশাপাশি, অবস্থানকারীদের দ্রুত নিয়োগের দাবিতেও সরব হন কৌশিক-ঋদ্ধি।
আরও পড়ুন- Laxmi Puja 2022: প্রবাসে কোজাগরীর আরাধনায় মাতলেন ঋতুপর্ণা, অঞ্জলি দিলেন বান্ধবীর বাড়িতে
এরপরেই আসরে নামে তৃণমূল। কৌশিকের উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, 'ত্রিপুরা গিয়ে খোঁজ নিন।' সেখানকার ধর্নামঞ্চ ঘুরে আসার পরামর্শ দেন তৃণমূল মুখপাত্র।