'শিরোনাম যাই হোক না কেন, মারটা জুটেছে 'বিদূষক নাট্যমেলা'-র ভাগ্যে।' নাট্যকর্মী অমিত সাহাকে হেনস্থার পর এই সুরেই এবার প্রতিবাদ করলেন কৌশিক সেন।
সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রতিবাদ করেন অনির্বাণ ভট্টাচার্য। এরপর এগিয়ে আসেন সুমন মুখোপাধ্যায়। বৃহস্পতিবার প্রতিবাদ করেছিলেন ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিই বাবার বক্তব্য শেয়ার করেন। কৌশিক সেন সেখানে জানান, ২৪ ডিসেম্বর তিনি কল্যাণীতে একটি নাটকের অভিনয় করতে যাচ্ছিলেন। তখনই খবরটা পান তিনি।
অভিনেতা অমিত সাহাকে ঘাড়ধাক্কা দিয়ে 'বিদূষক নাট্যমণ্ডলী'-র নাট্যোৎসব বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। যার প্রতিবাদে একযোগ হয় শাসকদলের একাংশ।