পঞ্চমী থেকে রোজই সারা রাত মেট্রো চলেছে কলকাতায়। এবার রেড রোড কার্নিভালের দিনও বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার, ২৭ অক্টোবর, কার্নিভ্যালের দিন ২৩৪টির পরিবর্তে ২৫২ মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে।
West Bengal weather Update: শিয়রে ঘূর্ণিঝড় হামুন, প্রবল বৃষ্টিতে ভাসতে পারে বিজয়া দশমী
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো মিলবে রাত ১১টায়। দমদম এবং সুভাষ থেকে দুদিকের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।