কলকাতায় (Kolkata) অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) দাপট। শিশু হাসপাতালগুলির আইসিইউ ও জেনারেল বেডে পরিস্থিতি উদ্বেগজনক। সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ দেখা যাচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত দেড় মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া বদল থেকে ইমিউনিটির সমস্যাকেই দায়ি করছেন চিকিৎসকরা।
সূত্রের খবর, অ্যাডিনো ভাইরাসের মোকাবিলা নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরও উদ্বিগ্ন। আইসিইউ বেড বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা চলছে। একই সঙ্গে ভেন্টিলেটর সাপোর্টও একাধিক জায়গায় প্রয়োজন হয়ে পড়ছে। চিকিৎসকদের দাবি, গত দেড় মাসে শিশুদের মধ্যে সর্দি, কাশি, জ্বর বেড়েছে। তা থেকেই ফুসফুসে সংক্রমণ বাড়ছে। হাসপাতাল সূত্রে খবর, ১-২ বছরের শিশুরাই বেশি আইসিইউ-তে ভর্তি হচ্ছে।
আরও পড়ুন: বকেয়া ডিএ-র দাবিতে ফের ২ দিন কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের
২০১৮ সালে শহরে শেষ বার অ্য়াডিনো ভাইরাসের প্রকোপ বাড়ে। চিকিৎসকদের মতে, কোভিড পরবর্তী পরিস্থিতিতে, শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।