রাজ্যের শিশু মৃত্যুর পিছনে অ্যাডিনোভাইরাসের পুরোটা হাত নেই। রাজ্যের অনেক শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়া এবং ভাইরালে। সোমবার বি সি রায় হাসপাতাল ঘুরে এমনটাই দাবি স্বাস্থ্য কর্তা দেবাশিস ভট্টাচার্যের। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট রাজ্য। ভাবা হচ্ছে বেডের সংখ্যা নিয়েও।
অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) সংক্রমণ দিন দিন বাড়ছে । এই ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা । বিভিন্ন শিশু হাসপাতালে অ্যাডিনো সংক্রমণ নিয়ে ভর্তি শিশুদের ভিড় বেড়েই চলেছে । এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই নতুন নির্দেশিকা (Adenovirus Guideline ) জারি করেছে স্বাস্থ্যভবন ।
আরও পড়ুন - সাগরদিঘিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কংগ্রেস প্রার্থীর নিরাপত্তায় আপত্তি
স্বাস্থ্যভবনের নির্দেশ দিয়েছে, হাসপাতালে শিশু বিভাগ না থাকলে তা তৈরি করতে হবে । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সবসময় প্রস্তুত থাকতে হবে । পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটার প্রস্তুত রাখতে হবে ।