কেকে-র মৃত্যুতে (KK's Death in Kolkata) থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, কেকের মাথায় চোট ছিল। কিন্তু সেই চোটই অসুস্থ হওয়ার কারণ! তা খতিয়ে দেখা হচ্ছে। এর ভিত্তিতেই উদ্যোক্তাদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে তদন্তের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। কেকে-র অনুষ্ঠান নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে বলে দাবি কংগ্রেস নেতার।
বুধবার টুইটারে অধীর চৌধুরী লেখেন, "গায়ক কেকে-র দুঃখজনক মৃত্যুর নেপথ্যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি।" টুইটে তিনি জানিয়েছেন, নজরুল মঞ্চের পরিবেশ নিয়েও অস্বস্তিকর প্রশ্ন উঠতে পারে। উদ্যোক্তাদের অব্যবস্থাও শিল্পীর মৃত্যুর কারণ হতে পারে বলে মনে করছেন তিনি। ইতিমধ্যেই কেকে-র অনুষ্ঠানের বিভিন্ন ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন অস্বস্তির কথাও জানিয়েছেন তিনি। গান গাইতে গাইতে বারবার ঘাম মুছতেও দেখা গিয়েছে তাঁকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, নজরুল মঞ্চে অনেক বেশি দর্শকের উপস্থিতিতে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলা হচ্ছে।
আরও পড়ুন: নজরুল মঞ্চে অনিয়ন্ত্রিত ভিড়, বন্ধ বাতানুকূল যন্ত্র, কেকে-র মৃত্যুর দায় কি উদ্যোক্তাদের
নেটমাধ্যমেও বারবার অনুষ্ঠানের উদ্যোক্তাদের অব্যবস্থা নিয়ে অভিযোগ সামনে এসেছে। গরমকালে নজরুল মঞ্চে এই অনুষ্ঠান আর এত দর্শক, সব মিলিয়ে অনুষ্ঠানের পরিবেশ ছিল না। বারবার স্টেজের পিছনে বিশ্রামও নিতে দেখা যায় কেকে-কে। অনুষ্ঠান চলাকালীন সঙ্গীদেরও বোঝানোর চেষ্টা করেন, তাঁর গরম লাগছে। তবে কেকে-র শরীরে যে চোট লেগেছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।