উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ। এবার রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার পালা। ইতিমধ্য়েই সরকার জানিয়ে দিয়েছে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে অনলাইন পদ্ধতি মানা হবে। প্রতি বছর ভর্তিকে কেন্দ্র করে নানা কলেজ থেকেই বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। এবার তা রুখতে এখন থেকে বদ্ধ পরিকর সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাকা মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে আরও বেশি করে উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে, এই বছর থেকে একটি মাত্র ওয়েব সাইটের মাধ্যমেই রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবেন পডু়য়ারা।
সূত্রের খবর মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে, সরকারি এবং সরকার অনুমোদিত কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির ক্ষেত্রে এই একটি অনলাইন পোর্টাল তৈরি ও ব্যবহার করা হবে। বিশেষজ্ঞদের মতে, একটি মাত্র পোর্টালের মাধ্য়মে অনলাইনে কাজ হলে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা অনেকটাই বাড়তে পারে।
গত কয়েক বছর ধরেই রাজ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে। কিন্তু দেখা গিয়েছে প্রতিবারই এই ভর্তি নিয়ে নানা অভিযোগ উঠেছে। বিশেষকরে অভিযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে কলেজের ছাত্র সংসদগুলি। তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অনলাইন পোর্টাল তৈরির কাজ শুরু হল।