স্কুল খোলার (School Reopen) পরই শুরু হচ্ছে মাধ্যমিকের অ্য়াডমিট কার্ড (Madhyamik Admit Card) বিলি। ২৩ ফেব্রুয়ারি পর্ষদ থেকে অ্য়াডমিট কার্ড নেবে স্কুল। তারপরই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবার ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)।
আগেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নভেম্বর মাসে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি যৌথ সাংবাদিক বৈঠক করে। তখনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুন: তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক আজ, কোন পদে কে স্থির হওয়ার সম্ভাবনা
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল। প্রায় ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুলের পঠনপাঠন শুরু হয়েছে। করোনা বিধি মেনেই স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু হবে, সেই নির্দেশিকা দেবে স্কুল শিক্ষা দফতর।