কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, যা হয়েছে, তা খুবই দুঃখজনক ঘটনা। যদিওএখনও হাই কোর্টে বিচারপতি মান্থার এজলাস বয়কট প্রত্যাহার করেননি আইনজীবীদের একাংশ।
বুধবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি মান্থা এজি-কে উদ্দেশ্য করে বলেন, অধিকাংশ মামলায় রাজ্যের অনেক আইনজীবী উপস্থিত থাকছেন না। কেন এমন হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এই নিয়েই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, তিনি এই বিষয়ে দুঃখিত। তিনি নিজে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: বাঙালির দুই ইমোশনকে মিলিয়ে দিয়ে জলপাইগুড়ির মেলায় দেদার বিকোচ্ছে ‘রসগোল্লা চা’