আর দু'দিন। তারপর ফের টেলিভিশনের পর্দায় ফিরবেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মৃত্যুর ১৩ দিন পর ফের তাঁকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। কারণ সোমবার থেকে সান বাংলায় আবারও শুরু হচ্ছে অভিনেত্রীর জনপ্রিয় ধারাবাহিক 'জিয়নকাঠি' (Jiyon Kathi)।
তারার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila sharma Death)। তাঁর না থাকাটা ধীরে ধীরে মেনে নিতে শুরু করেছেন তাঁর অনুরাগীরা। সামলে উঠতে চেষ্টা করছেন তাঁর পরিবারও। এর মধ্যেই ঐন্দ্রিলার স্মৃতি ফেরাতে সান বাংলা চ্যানেলে ফিরছে 'জিয়ন কাঠি'। সান বাংলার তরফে ইতিমধ্যেই এই ধারাবাহিকের একটি রিপিড টেলিকাস্টের টিজার প্রকাশ করা হয়েছে।
২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর জিয়ন কাঠি ধারাবাহিকটি শুরু হয়। ক্যানসার থেকে সেরে উঠেই এই ধারাবাহিকে কাজ করেছিলেন ঐন্দ্রিলা। জাহ্নবীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ধারাবাহিকটি শেষ হয় ২০২১ সালের ১৮ এপ্রিল। আরও কাজ করার কথা থাকলেও কথা রাখতে পারেননি ঐন্দ্রিলা।
আরও পড়ুন- বিয়ে সেরে ফেলল সিড মিঠি? মিঠাই-য়ের নতুন প্রোমোয় চমক
তৃতীয় বারের জন্য তাঁর শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যানসার। দু'বার মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে এলেও তৃতীয়বার জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ঐন্দ্রিলা। গত ২০ নভেম্বর প্রয়াত হন তিনি।