পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে প্রায় ১০ ঘণ্টা পর কলকাতা মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই। রবিবার সকাল থেকে রাজ্যের ১২টি জায়গায় এই ইস্যুতে তল্লাশি চলে। যারমধ্যে একটি ছিল মেয়রের বাড়িও।
সিবিআইয়ের এই তল্লাশিকে মানসিক নির্যাতন বলেই অভিযোগ করেছেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী। তাঁর অভিযোগ, এই ১০ ঘণ্টায় বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি বাইরেও আসতে দেওয়া হয়নি। তিনিও বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন বলে দাবি মেয়র কন্যার।
আরও পড়ুন : 'পাঠান অভি জিন্দা হ্যায়', CBI বেরিয়ে যেতেই চেনা মেজাজে ধরা দিলেন মদন মিত্র
এরআগেই সিবিআই জানিয়েছে, পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে এই তল্লাশি চালানো হয়েছে। কলকাতার চেতলা, ভবানীপুর, দক্ষিণেশ্বর ছাড়াও সংলগ্ন আরও নটি জায়গায় তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই সিবিআইয়ের এই তল্লাশিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন ঘাটালের সাংসদ দেবও।