পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ। এবার এই পোস্টারে মুখ ঢাকল পূর্ব কলকাতার একটা বড় অংশ। রবিবার ছুটির দিন দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহকারে রাস্তার মোড়ে লাগানো আছে এই পোস্টার। সম্প্রতি দক্ষিণ কলকাতার বিস্তৃর্ণ এলাকায় শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পোস্টার দিয়ে দাবি করা হয়েছিল, আগামী ছ মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল। সেই পোস্টার নিয়ে দিনভর অনেক চর্চাও হয়েছিল। অবশেষে তৃণমূল নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দেয়, অভিষেকের ছবি দেওয়া পোস্টারের সঙ্গে তাদের দলের কোনও রকম সম্পর্ক নেই।
যদিও পূর্ব কলকাতার এই পোস্টারের নিচে লেখা আছে উদ্যোক্তাদের নাম। যেখানে লেখা হয়েছে ২৮ নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন ফোরাম। রাজনৈতিক মহলের দাবি, উত্তর এবং দক্ষিণ কলকাতার মধ্য়ে সমন্বয় রাখতে কৌশলে এই পোস্টার দেওয়া হয়েছে। কারণ, তৃণমূল নেতৃত্বের সিংহভাগই দক্ষিণের প্রতিনিধি। বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং মেয়র দু জনেই দক্ষিণের বিধায়ক। তাই, দলে উত্তর এবং দক্ষিণের সমন্বয় বজায় রাখতেই এই পোস্টার বলে দাবি ওয়াকিবহাল মহলের।
তবে কৌশলগত ভাবে এই পোস্টারে মমতা এবং অভিষেক দু জনের ছবিই ব্যবহার করা হয়েছে। এবং স্লোগানেই স্পষ্ট করা হয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের রণকৌশল ঠিক কী হতে চলেছে। যার ইঙ্গিত ইতিমধ্য়েই মিলেছে। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যের সব জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করবেন মমতা এবং অভিষেক। এই বৈঠক হতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মূলত, পঞ্চায়েত স্তর থেকে দুর্নীতি নির্মূল করাই এখন লক্ষ্য শাসক দলের। ইতিমধ্য়ে সরকারি স্তর থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলীয় স্তরেও হয়তো ওই বৈঠকে যৌথভাবে কড়া বার্তা দিতে পারেন মমতা ও অভিষেক।