মেধাতালিকায় (Merit List) থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে নাম। সল্টলেকের আরক্ষা ভবনের (Araksha Bhawan) সামনে বিষের বোতল নিয়ে বিক্ষোভ রাজ্য পুলিশ কনস্টেবল পদের (West Bengal Constable Post) চাকরিপ্রার্থীদের। অবিলম্বে তাঁদের চাকরি দেওয়ার দাবি জানান তাঁরা।
২০১৯ সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদের নোটিফিকেশন (Notification) আসে। ২০২০ সালে মেধাতালিকা আসে। ১৮৭৪ জন চাকরিতে যোগ দেন। কিন্তু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কিছু চাকরিপ্রার্থী যোগ দিতে পারেনি। সংরক্ষণ নীতিতে ভুল থাকার কারণে ২০২২ সালে হঠাৎ করেই ১৩৭ জনের নাম বাদ দেওয়া হয়। অভিযোগ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (PRB) গাফিলতির কারণে বর্তমানে অনিশ্চিত এই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ। তাঁদের দাবি, সুরাহা না পেয়ে তাঁরা বাধ্য হয়েই বিক্ষোভ প্রদর্শন করছেন।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, কমিশনের চেয়ারম্যানের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের
মেধাতালিকায় নাম আসার পর অনেকেই পুরনো চাকরি ছেড়ে দিয়েছেন। তারপর এভাবে হঠাৎ করে ১৩৭ জনের নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। তাই বিষের বোতল হাতে নিয়ে আরক্ষা ভবনের সামনে ধর্নায় বসেছেন তাঁরা।