বুধবার রাতে পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে ৯ দর্শনার্থীকে আটক করেছে কলকাতা পুলিশ। তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে রাতভোর বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তাররা। লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে বেন্টিঙ্ক স্ট্রিটে পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা।
বুধবার রাত ১১টা থেকে শুরু হয়েছে ওই অবস্থান বিক্ষোভ। সেখানে জুনিয়ার ডাক্তারদের একাধিক সদস্যও রয়েছেন। এছাড়াও সাধারণ মানুষও সামিল হয়েছেন অবস্থান বিক্ষোভে।
কী ঘটেছে?
দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজন দর্শনার্থীদের বিরুদ্ধে। তারপরই তাঁদের ত্রিধারা সম্মিলনীর মণ্ডপ থেকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। মোট ৯জনকে আটক করা হয়েছে বলে খবর।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে কিঞ্জল নন্দের দাবি, পুলিশ তাঁদের জানিয়েছে, যাঁদের আটক করেছে তাঁরা জুনিয়র চিকিৎসক নন। কিন্তু তারপরেও মণ্ডপে স্লোগান দিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। সেই কারণে আটক করা হয়েছে।
কী ঘটেছিল?
বুধবার রাতে নির্যাতিতার প্রতীকী মূর্তি নিয়ে দক্ষিণ কলকাতা পরিদর্শন করেন জুনিয়র ডাক্তাররা। সেই সময় ত্রিধারাসম্মিলনীর কাছে পৌঁছতেই বিচারের দাবিতে স্লোগান তোলেন দর্শনার্থীরা। তারপরেই ৯জনকে আটক করা হয়।
এর পরই লালবাজার ঘেরাও অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় জুনিয়র ডাক্তারদের তরফে। এই বিষয়টি জানতে পেরে দ্রুত লালবাজারের নিরাপত্তা বাড়ানো হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় বেন্টিঙ্ক স্ট্রিটের একাংশ। সেখানেই গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
এদিকে বুধবার রাতে অভয়া পরিক্রমা নিয়ে একাধিকবার বাধার মুখে পড়েছিল। পুলিশের তরফে জানানো হয়েছিল, ম্যাটাডোর নিয়ে মিছিল করা যাবে না। তারপর মানব বন্ধন করে এগিয়ে নিয়ে যাওয়া হয় ম্যাটাডোরগুলি।