পঞ্চায়েতের আগে দলকে চাঙ্গা করতে নয়া স্ট্র্যাটেজি আলিমুদ্দিনের। এবার আন্দোলনকে আরও জোরদার করতে 'ঝটিকা বাহিনি' তৈরির পরিকল্পনা করছে সিপিএম। এই ঝটিকা বাহিনীর কাজ হবে কোনও বিষয় নিয়ে দ্রুত আন্দোলন সংগঠিত করা।
কেন্দ্র বা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও আন্দোলন। কিংবা শাসক দলের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে কমরেডদের একত্রিত করে আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচি করতে অনেক সময় লেগে যায়। অনেকক্ষেত্রে প্রশাসনের অনুমতি পেতে দেরি হয়। ততদিনে ইস্যুটা হারিয়ে যায়।
আরও পড়ুন - বুধবার অনুব্রতকে দফায় দফায় জেরা, মাঝে স্বাস্থ্যপরীক্ষাও হয় তৃণমূল নেতার
তাই এইবার সমস্যার সমাধান করতে নামানো হবে ঝটিকা বাহিনী। যে বাহিনীর কাজ হবে তৎক্ষণাৎ ছোট ছোট দলে আন্দোলন গড়ে তোলা। আরও বেশি করে দলের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বাহিনী কেন্দ্র, রাজ্য এমনকি গ্রামের সমস্যা নিয়েও পথে নামবে।