লোকসভা ভোটের আগে ফের জল্পনা তাঁকে নিয়ে। তিনি বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। যিনিও কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের প্রশ্ন, লোকসভা ভোটের আগে কী বিজেপিতে যোগ দিচ্ছেন বর্ষীয়ান এই রাজনীতিক। রবিবার সন্ধ্যায় এক সংবাদমাধ্যমকে তাপস রায় জানিয়েছেন, তিনি যদি কিছু করেন, সবাইকে জানিয়েই করবেন। কারণ, তাঁর লুকোনোর কিছু নেই।
কুণাল ঘোষের পর তৃণমূলের অন্দরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুলেছিলেন তাপস রায়। শনিবার তিনি অভিযোগ করেছিলেন, গত ডিসেম্বর মাসে তাঁর বাড়িতে ইডির হানায় নাকি হাত ছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় তিনি যে ষড়যন্ত্রের শিকার, সেই অভিযোগ করেন তিনি। গুঞ্জন আরও প্রকট হয়, যখন তাপস জানিয়ে দেন, ব্রিগেডের জনগর্জনের কোনও প্রস্তুতিতে তাঁর পক্ষে থাকা সম্ভব হবে না।
সুদীপের বিরুদ্ধে এই বিষোদগারের পর থেকে তাপসের দলবদল নিয়ে চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে, আগামী মঙ্গলবার বিজেপিতে যোগ দিতে পারেন বরাহনগরের বিধায়ক। এমনকী উত্তর কলকাতার এই নেতার বাড়িতে যেতে পারেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।