আরজি করের ঘটনার প্রতিবাদে ১০০ ঘণ্টার বেশি সময় ধরে ধর্মতলার অনশন মঞ্চে বসে রয়েছেন সাত জুনিয়র ডাক্তার। এর মধ্যে আরও খানিকটা অসুস্থ হয়ে পড়লেন আরজি করের জুনিয়র ডাক্তার এবং এই আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত। তাঁর লিভার এবং কিডনির উপর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও অনিকেত জানিয়েছেন, তিনি অনশন মঞ্চ ছাড়ছেন না।
কেমন আছেন অনিকেত ? আরজি করের চিকিৎসক সৈকত নিয়োগী জানিয়েছেন, বাকিদের তুলনায় অনিকেতে অবস্থা একটু বেশি খারাপ। এই মুহূর্তে দুর্বলতা ছাড়া আর কিছু অনুভব করছেন না। কিন্তু রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে, আস্তে আস্তে অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠতে। সেটা হঠাৎ করে হতে পারে।
ওই জায়গায় থাকা চিকিৎসকরা জানিয়েছেন, বাকিদের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছে। তাই আগে থেকেই আরজি করের আইসিইউ তৈরি রাখা হয়েছে। যদিও অনশনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, তাঁরা কেউ মঞ্চ ছেড়ে নড়বেন না। যতক্ষণ না আরজি করের প্রতিবাদে তাঁদের ১০ দফা দাবি মানা হচ্ছে, ততক্ষণ তাঁরা ধর্মতলার মঞ্চ ছেড়ে যাবেন না।
এদিকে যতকাণ্ড সেই আরজি করেই। এবার মুখবন্ধ প্যাকেট রাখা গ্লাভসে রক্তের দাগ পাওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন হাসপাতালের ডাক্তার এবং নার্সেরা। কী ভাবে এই গ্লাভসের প্যাকেট হাসপাতালে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালের মধ্যে থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। অভিযোগ স্যালাইনের বোতলে পাওয়া গিয়েছে ফাঙ্গাস।