ট্রেন ভাড়া চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু রেল তৃণমূল কংগ্রেসের আবেদন বাতিল করে দিয়েছে। শুক্রবার রাতে নেতাজি ইন্ডোরে এসে বিকল্প ব্যবস্থার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে কিছুক্ষণ পরই জানিয়ে দেওয়া হয়, শনিবার সকাল ৯টা ধর্মতলা থেকে বাসেই দিল্লি রওনা দেবেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
তৃণমূল সূত্রে খবর, শেষ মুহূর্তে ট্রেন না পাওয়ায় বাসে যাবেন তৃণমূল কর্মী, দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষেদের সভাধিপতি, সহকারী সভাধিপতি-সহ একাধিক পদাধিকারীরা। সব মিলিয়ে মোট আড়াই থেকে ৩ হাজার কর্মী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে এসেছেন। কতগুলি বাসের ব্যবস্থা করছে দল, তা যদিও বলা হয়নি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, যতগুলি বাস প্রয়োজন হবে, তার ব্যবস্থা করা হবে।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কোনও বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে না। এরপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসেন অভিষেক। তিনি জানান, "ট্রেন বাতিল করে আমাদের আটকানো যাবে না। বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছবেই।"