বেগতিক হতে পারে আবহাওয়া। কারণ, অভিযোগ করা হল আলিপুর আবহাওয়া দফতরের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার। তাতেও নিস্তার নেই। নতুন অ্যাকাউন্ট খোলার পর সেটাও হ্যাক হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার জেরে নাজেহাল হাওয়া অফিস। ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখা।
দফতরের কর্মীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁরা ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছিলেন না। অভিযোগ করা হয়েছে, অন্য এক ব্যক্তি তা ব্যবহার করছিল। এরপরেই খবর যায় লালবাজারে। বেশ কয়েকজন কর্মীকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিক ভাবে তদন্তে জানা গিয়েছে, ভিতেয়নাম থেকে এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তাতে বিভিন্ন সময় উল্টোপাল্টা পোস্ট করা হচ্ছে। ফলে বিভ্রান্তি আরও বাড়ছে। তবে তা কলকাতা না হ্যানয় কোন জায়গা থেকে অপারেট করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।