গরমের দাপট এখন অনেকটাই কম। তার মধ্যেই কলকাতাবাসীকে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে তাঁরা জানিয়েছেন, রবিবার বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সাক্ষ্মী থাকতে পারে মহানগর। পাশাপাশি, বৃষ্টির সঙ্গে বইতে পারে প্রবল ঝোড়ো হাওয়াও। শুধু তাই নয়, সারাদিনই তিলোত্তমার আকাশ মেঘলা থাকবে বলে খবর।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। মূলত দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার-জলপাইগুড়িতে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। আবহবিদদের কথায়, বর্তমানে রাজ্যে দু’টি নিম্নচাপ অক্ষরেখা বিরাজমান। তার মধ্যে একটি উত্তরবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত। মূলত তার প্রভাবেই রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন- Virat Kohli: গোল্ডেন ডাক বিরাট, প্রথম ওভারের প্রথম বলেই উইকেট বোল্টের