কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল আলিপুর চিড়িয়াখানার পশুপাখিরা। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল আলিপুর জুওলজিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ।
কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
চিড়িয়াখানার পশু-পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে দুই থেকে তিনবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগান দেওয়া হচ্ছে। ক্যাঙ্গারু, ভাল্লুকদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জল যাতে ঠাণ্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন - অবশেষে স্বস্তি, কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস
পাখিদের গায়ে জল ছেটানোর জন্য রাখা হয়েছে স্প্রিঙ্কলার যন্ত্র। সাপেদের ঘরের সামনে একাধিক ফ্যানের বন্দোবস্ত করা হয়েছে। তৃণভোজী পশুপাখিদের শরীরে পর্যাপ্ত জলের জোগান দিতে জল জাতীয় খাবার দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে তরমুজ, আপেল, কলা। জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএসও।