যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadip Kundu) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ৷ ঘটনার পর দিনই মেইন হস্টেল থেকে প্রথম বর্ষের পড়ুয়াদের সরানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। ঘটনাটির তদন্ত করছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ও গঠন করেছে ৭ সদস্যের তদন্ত কমিটি৷ তার মাঝেই মেন হস্টেলের এ-১ ও এ-২ ব্লক থেকে প্রথম বর্ষের সমস্ত পড়ুয়াকে দ্রুত নিউ বয়েস হস্টেলে সরানোর সিদ্ধান্ত নিল যাদবপুর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিস জারি করে এ কথা জানিয়েছেন। পাশাপাশি বলা হয়েছে, কোনও বহিরাগত বা প্রাক্তনী আর হস্টেলে থাকতে পারবেন না। যাঁরা এই নির্দেশ না মেনে হস্টেল ছেড়ে যাবেন না, তাঁদের নাম কর্তৃপক্ষের কাছে জানাতে বলা হয়েছে হস্টেল সুপারিনটেনডেন্টদের।
Ju Student Death: 'আমি ভীত, হস্টেলে বিভীষিকাময় রাত কেটেছে', যাদবপুরের পড়ুয়ার সহপাঠী জানালেন অভিজ্ঞতা
বুধবার রাতে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় নদীয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপের। ময়নাতদন্তে শারীরিক অত্যাচারের চিহ্ন পাওয়া যায়নি। তবে ব়্যাগিংয়ের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।