শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় বড় সিদ্ধান্ত SSC কর্তৃপক্ষের। ২০১৬ সালে প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা সমস্ত প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। পুরনো মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি, তাদেরকে তাড়াতাড়ি ডেকে নেওয়া হবে। কলকাতা হাই কোর্টে শুক্রবার এমনটাই জানাল SSC কর্তৃপক্ষ।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিতেই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার হাইকোর্টে এই তথ্য দেন কমিশনের আইনজীবী সম্রাট সেন। তিনি জানান, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যারা এতদিন যারা চাকরি পাননি, তাঁদেরকে চাকরি দেওয়া হবে।
SSC Recruitment: স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরি , ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ
বৃহস্পতিবারই রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, রাজ্যে ৬,৮৬১ পদে চাকরি দেওয়া হবে। তার মধ্যে নবম ও দশম শ্রেণির ১৯৩২টি ও একাদশ ও দ্বাদশের ২৪৭টি পদ তৈরি করা হবে। গ্রুপ C-তে ১১০২টি শূন্যপদ ও গ্রুপ D-তে ১৯৮০টি শূন্যপদ আছে। কর্মশিক্ষায় ৭৫০ এবং শারীরশিক্ষায় ৮৫০টি পদ রয়েছে ওই তালিকায়।