কলেজের ক্যান্টিন হোক বা বিশ্ববিদ্যালয়ের রোদভেজা বারান্দা। নতুন দিনের স্বপ্ন চোখে। কলেজ প্রেম তো এমনই হয়। এবার সেই প্রেমেই লাগাম টানার সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের! প্রেসিডেন্সি চত্বরে প্রেম করলেই করা হবে 'ধরপাকড়'। কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন পড়ুয়াদের একাংশ।
পড়ুয়াদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রেম করলেই বাধা হয়ে দাঁড়াচ্ছে কর্তৃপক্ষ। অভিযোগ, প্রকাশ্যে পড়ুয়ারা কতটা মেলামেশা করবে, তা ঠিক করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজন মনে করলে যুগলের অভিভাবকদের তলব করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে অভিযোগ পড়ুয়াদের কিছু অংশের। এই নিয়ে প্রতিবাদ করেছে এসএফআই। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে নীতি পুলিশ চলছে। স্বাধীন চিন্তাধারাকে বাধা দেওয়া হয়েছে। এই নিয়ে ডিন অফ স্টুডেন্টসকে স্মারকলিপি দিয়েছে এসএফআই।
আরও পড়ুন: ইচ্ছা ছিল না মোটেও, বাবার মন রাখতে টাইটানিক অভিযানে গিয়ে আর ফেরা হল না পাক যুবকের
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সফাই, নীতি পুলিশি হচ্ছে না। বেশ কিছু ব্যক্তিগত ঘটনা ঘটেছে ক্যাম্পাসে। সেই কারণেই ছাত্রছাত্রীদের সহ্গে তাঁদের অভিভাবকদের ডেকেও কাউন্সেলিং করানো হচ্ছে। গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন পড়ুয়াকে ধরপাকড় করেছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।