আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে যখন গোটা দেশ উত্তাল। তখনও সামনে আসছে একের পর এক ঘটনা। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্তার অভিযোগ। এবার ‘মিতিন মাসির’এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ তোলেন টলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে।
তিনি জানান, অভিযোগ, হোয়াটসঅ্যাপে ওই অভিনেত্রীকে যৌনাঙ্গের ছবি পাঠিয়েছিলেন ওই প্রযোজক। একদিন শুটিং শেষে ওই প্রযোজকের সঙ্গে কফি খেতে বাইরে গিয়েছিলেন ওই অভিনেত্রী, তারপর থেকেই হেনস্তা বাড়তে থাকে বলে অভিযোগ।
অন্যদিকে একই দিনে শহর কলকাতার হাসপাতালেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি ছিল মহিলার অসুস্থ সন্তান, দোতালায় তাঁর পাশেই শুয়ে ছিলেন বছর ২৬ এর মহিলা। তখনও তাঁকে অশালীনভাবে স্পর্শ করে ওই ওয়ার্ড বয় জামাকাপড় খোলার চেষ্টা করে, ভিডিয়ো করেন। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ।