এবার প্রতারণার অভিযোগ তৃণমূলের (TMC) বসিরহাটের (Bashirhat) সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে। সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণা (Fraud) অভিযোগ করা হয়েছে। এই ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিকেরটরেটের (ED) কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সল্টলেকে এই অভিযোগ দায়ের করেছেন বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পন্ডা।
তাঁর অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে লোকের থেকে টাকা তুলেছে নুসরতের সংস্থা। কিন্তু সেই ফ্ল্যাট দেওয়া হয়নি। এমনই কয়েকজনকে নিয়ে সোমবার ইডির দফতরে গিয়েছিলেন শঙ্কুদেব। যদিও এই ব্যাপারে আপাতত কিছু বলতে চান না বসিরহাটের সাংসদ। তিনি জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলেই এই ব্যাপারে নিজের মতামত দেবেন।
আরও পড়ুন :
বিজেপি নেতার অভিযোগ, গড়িয়াহাট রোডে নুসরতের একটি যৌথ সংস্থা রয়েছে। সেই সংস্থা ২০১৪ সাল থেকে রাজারহাটে হিডকোর জমিতে ফ্ল্যাট দেওয়া হবে বলে টাকা তুলেছিল। মোট ৪২৯ জনের থেকে প্রায় ছয় লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু তিন কামরার ফ্ল্যাট দিতে এখনও পারেনি ওই সংস্থা। নুসরত ছাড়াও ওই সংস্থার আরেক মালিক রাকেশ সিং নামের এক ব্যক্তি।
যদিও সাংসদ নুসরতকে নিয়ে ওঠা প্রতারণার অভিযোগকে আমল দিতে চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, রাজ্যে পঞ্চায়েত ভোটে পতনের পর এখন দিল্লির নেতাদের সামনে কাজ দেখাতে চাইছেন বিজেপি নেতারা। তাদের মধ্যেই একজন ভুয়ো অভিযোগ নিয়ে ইডির কাছে গিয়েছেন।