কর্পোরেট অফিসের পার্টিতে সহকর্মীকে গণধর্ষণের(Gangrape in Kolkata) অভিযোগ খোদ কলকাতায়। নির্যাতিতার অভিযোগ সেই অফিসেরই কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, চিনার পার্কের এক অভিজাত হোটেল ভাড়া নিয়ে গত ১১ জুন এক তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানের ফাঁকেই হোটেলের একটি ঘরে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলা কর্মীকে গণধর্ষণ(Gangrape Case in Baguiati) করে তাঁর সহকর্মীরা। তার আগে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন- LPG New Connection Price: রান্নার গ্যাসের নতুন সংযোগেও বাড়ল খরচ, দিশেহারা মধ্যবিত্তের মাথায় হাত
পুলিশ সূত্রে খবর, গত শনিবার বাগুইআটি থানার(Baguiati Police Station) চিনারপার্কের ওই হোটেলের ছ’তলায় চলছিল এই কর্পোরেট পার্টি(Gangrape allegation in Office party)। হোটেলের গোটা ফ্লোরই ভাড়া নিয়েছিল সংস্থাটি। নির্যাতিতার বয়ান অনুযায়ী, ওই এক সহকর্মী এবং এক বন্ধু তাঁকে ভুল বুঝিয়ে একটি ঘরে নিয়ে যায়। সেখানেই মাদক খাইয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এফআইআরে ওই দুই সহকর্মীর নামও জানিয়েছেন তিনি। পুলিশ ওই অভিযোগ পাওয়ার পর এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে। এঁরা প্রত্যেকেই ওই তথ্যপ্রযুক্তি সংস্থারই কর্মী এবং অভিযোগকারিণীর সহকর্মী বলে জানিয়েছে পুলিশ।