তিনি আক্রান্ত। বুধবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভেন্দুর অভিযোগ, বিধানসভার ভিতরে এবং বাইরে তাঁকে কার্যত হেনস্থা করেছেন তৃণমূল বিধায়ক। যদিও শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তপন চট্টোপাধ্যায়।
রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত ? এই প্রশ্ন নিয়েই এদিন বিধানসভায় হাজির হয়েছিল বিরোধী দল বিজেপি। মূলত তাঁদের দাবি ছিল, এই ব্যাপারে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, সরকার তাঁদের এই দাবি কার্যত উড়িয়ে দেয়। এই ইস্যুতে বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন বীরভূমের বগটুই থেকে আড়িয়াদহের নারী নির্যাতন নিয়ে। প্রতিবাদে বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা বিধায়করা। নেতৃত্বে মহিলা মোর্চার নেতা অগ্নিমিত্রা পল।
তবে নারী সুরক্ষা নিয়ে তোলা বিজেপির প্রশ্নে বিব্রত নয় রাজ্য। বিধানসভায় এদিন সেই বিষয়টি স্পষ্ট করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, তৃণমূল জমানায় রাজ্যের নারীরা অনেক বেশি সুরক্ষিত। এই ব্যাপারে তিনি সরকারি তথ্যও তুলে ধরেন।