টেট উত্তীর্ণদের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দীর বিরুদ্ধে। এলাকায় এই ব্যাপারে পোস্টারও পড়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। বিজেপির ষড়যন্ত্র বলেই পাল্টা অভিযোগ করেছেন।
বুধবার সকালে স্থানীয় লালবাগান এলাকায় গিয়ে দেখা যায়, লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ করে তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার পড়েছে। এমনকী পোস্টার পড়ে কাউন্সিলরের ওয়ার্ড অফিসেও।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও তৃণমূলের এই কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। এর আগেও বরুন নন্দীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন বেশ কয়েকজন। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার বরুণ নন্দীর ওয়ার্ড অফিস এবং বিস্তীর্ণ এলাকায় ফেলল এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দী জানান, কী পোস্টার পড়েছে তা তিনি জানেন না। তাঁর অভিযোগ বিজেপি নেতা গৌতম সাহা মণ্ডলের বিরুদ্ধে।