নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় পুলিশ কনস্টেবল। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি নিজের স্ত্রীকে সন্দেহ করতেন। নিত্যদিনের অশান্তির জেরে সারা বাড়ি জুড়ে সিসিটিভি বসিয়েছিলেন। অশান্তির জেরে অতিষ্ঠ হয়ে গত পুজোয় ষষ্ঠীর দিন নিজের বাবা মায়ের কাছে চলে যান ওই মহিলা।
মা চলে যাওয়ার পর থেকে বাবার কাছেই থাকত দক্ষিণ কলকাতার একটি স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা। তার একটি সাত বছরের একটি বোনও রয়েছে। অভিযোগ, মা থাকায় ধীরে ধীরে বাবার লালসার শিকার হতে থাকে বছর তেরোর মেয়েটি। এরপর গত বৃহস্পতিবার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। পকসো আইনে মামলা রুজু করে পুলিশ।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে পর্ণশ্রী থানার পুলিশ। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে তোলা হয়। আগামী ২ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন - গেমিং অ্যাপ কাণ্ডে তদন্ত, নিউটাউন থেকে ২জনকে গ্রেফতার ইডির
সাংসারিক অশান্তির কারণেই এই নির্যাতন নাকি খতিয়ে দেখছে পুলিশ। যদিও নির্যাতিতার মায়ের দাবি, বাচ্চা মেয়ে বাবার নামে ভুল করে অভিযোগ করে ফেলেছে।