যুবভারতীর গ্যালারিতে হামলার অভিযোগ। শনিবার এই মাঠে খেলা ছিল ভারত ও আফগানিস্তানের। দেশের খেলা থেকে মাঠে এসেছিলেন গুটি কয়েক আফগান সমর্থক। দ্বিতীয়ার্ধের একেবারে শেষে আফগানিস্তান গোল করতে তাঁরা উচ্ছ্বাস দেখায়। অভিযোগ সেই সময় তাঁদের উপর হামলা করা হয়। জানা গিয়েছে, এই ঘটনা চার নম্বর গ্যালারিতে। যদিও সরকারি ভাবে এই ঘটনার কোনও অভিযোগ দায়ের হয়নি। যা স্বস্তি দিতে পারে ভারতীয় ফুটবলকে।
মাঠে থাকা কয়েকজন দর্শকের বয়ান থেকে জানা গিয়েছে, এই গ্যালারির মিডল টিয়ারে ছিলেন গুটি কয়েক আফগান সমর্থক। সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু কিছুক্ষণের মধ্য়ে আমিরির হেডে সমতায় ফেরে আফগানিস্তান। কলকাতায় থাকা আফগানরা, সেই সময় উচ্ছ্বাস প্রকাশ করেন। অভিযোগ তখনই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর সামাদ গোল করতেই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শনিবারের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ভারত। ১৪ জুন গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে হংকংয়ের বিরুদ্ধে।