৮৪১৯টি পদে পুলিশ কনস্টেবলের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু চাকরি প্রার্থী। অভিযোগ ছিল পরীক্ষার আগে গোপনে কিছু প্রার্থীর হোয়াটস্যাপে পৌঁছে গিয়েছিল কিছু গোপন তথ্য। যেমন কারা পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে থাকবেন, কারা প্রশ্ন করবেন এই সব খবর আগেই ছিল কয়েকজনের। অনিয়মের অভিযোগের নিরিখে বুধবার এই মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নির্দেশের জেরে কনস্টেবল পদে কয়েকশো পুলিশ কর্মীর চাকরিতে টান পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
Death of Woman: পরিবারের দাবি মহিলার মৃত্যু ডেঙ্গিতে, হাসপাতাল মানতে নারাজ!
চাকরিপ্রার্থীদের দাবি ছিল যেহেতু অনিয়ম হয়েছে তাই গোটা নিয়োগ প্রক্রিয়াটাই খারিজ করতে হবে। বুধবার এই মামলার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।