কলকাতায় ফের টাকার পাহাড়। বুধবার রাতে নিউটাউনের এক কল সেন্টারে হানা দিয়ে উদ্ধার প্রায় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে ১১টি নামী ব্র্যান্ডের ঘড়ি ও দুটি সোনার আংটি।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে একটি দল হানা দেয় নিউটাউনের ওই কল সেন্টারে। তল্লাশি শুরু হতেই মেলে প্রায় চার কোটি টাকা। এর পাশাপাশি পুলিশ কয়েকটি কম্পিউটার এবং ইলেকট্রনিক সামগ্রীও বাজেয়াপ্ত করে। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট।
আরও পড়ুন- WPL 2023: লাগাতার তিন ম্যাচে হার মান্ধানাদের, প্রথম জয়ের মুখ দেখল গুজরাত