বুধবার খোদ শহর কলকাতার(Kolkata) বুকে চলল গুলি। আমহার্স্ট স্ট্রিটে(Amherst Street) এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। দীপক দাস নামক ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে(Hospital)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার অন্যান্য দিনের মতো বিকেলে দোকানে বসেছিলেন দীপক বাবু। বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁর আত্মীয় রাকেশ দাস আরেকজন ব্যক্তিকে নিয়ে দোকানে(Shop) আসেন। তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই চলে গুলি(Firing)।
আরও পড়ুন- বিজেপি প্রার্থীর নামের পাশে তৃণমূলের প্রতীক! উত্তেজনা বিধাননগরে
স্থানীয়রা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় দোকানের(Shop) মধ্যে পড়েছেন ব্যবসায়ী দীপক দাস। পলাতক তাঁর আত্মীয় রাকেশ দাস সহ অন্য ব্যক্তি। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ(Kolkata Police)।