২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) পাখির চোখ বাংলা (Bengal)। জানুয়ারিতে বাংলায় জোড়া সভা করবেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১৭ জানুয়ারি রাজ্যে আসছেন। হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করবেন তিনি।
২০২১ সালে বিধানসভা নির্বাচনেও (2021 Assembly Election) বাংলায় একাধিক সভা করেছেন অমিত শাহ। এই বছরেও একাধিকবার বাংলায় দেখা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিজেপি সূত্রে খবর, এই বছর রাজ্যে ১৪টি সভা করবেন প্রধানমন্ত্রী। ১২টি করে সভা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
আরও পড়ুন: অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বছরের প্রথম দিনে পর্যটকের ঢল মূর্তিতে
বিজেপির সদর দফতর থেকে ইতিমধ্যেই নির্দেশ এসেছে। সভা নিয়ে রাজ্য বিজেপিকে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ও জেপি নড্ডা মোট ৪০টি সভা করে জনসংযোগ করার চেষ্টা করবেন। সেই সভায় কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতাদেরও দেখা যাবে বলে খবর বিজেপি সূত্রে।