দুর্গাপুজোয় কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো কমিটির তরফে শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। সেই পুজো মণ্ডপের এবারের থিম ‘আজাদির অমৃত মহোৎসব’। বিজেপি নেতা সজল ঘোষ সেই পুজোর উদ্যোক্তা। বিজেপি সূত্রে খবর, সপ্তমীর দিন তিনি আসতে পারেন কলকাতা। ওই পুজো ছাড়াও শহরের একাধিক পুজো মণ্ডপে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
এর আগেও দুর্গাপুজোয় কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ২০১৯ সালে সল্টলেকের বিজে ব্লকের দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন তিনি। সেই পুজোর উদ্যোক্তা সব্যসাচী দত্ত তখন বিজেপিতে ছিলেন।
আরও পড়ুন- BJP : ভিতরে কেন্দ্রীয় নেতা, বাইরে হাতাহাতি জড়ালেন বিজেপি কর্মীরা, বেনজির ঘটনা কলকাতায়
দুর্গাপুজোয় রাজ্যে পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর এই দান-খয়রাতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এ ব্যাপারে হাইকোর্টে কী নির্দেশ দেয়, সে দিকেই এখন তাকিয়ে শাসক থেকে বিরোধীরা। এই পরিস্থিতিতে অমিত শাহ রাজ্যে এলে তা অন্য মাত্রা পাবে বলে মত রাজনীতিকদের।