শুক্রবার রাতেই কলকাতায় অমিত শাহ। রাতেই বিজেপি দফতরে যাবেন তিনি। শনিবার নবান্নের সভাঘরে পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের সঙ্গে বৈঠকে আছে তাঁর। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন তিনি। রাতে থাকবেন বাইপাসের সংলগ্ন এক পাঁচতারা হোটেলে। বিমানবন্দর থেকে নেমেই বিজেপির দফতরে রাজ্য নেতৃত্বের সঙ্গে একদফা আলোচনা সেরে নিতে পারেন অমিত শাহ। শনিবার তাঁর দিনভর কর্মসূচি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। নবান্ন সভাঘরে এই বৈঠকে থাকতে পারেন জোনাল ভাইস চেয়ারম্যান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রাতে এয়ারপোর্ট থেকে বিজেপির সদর দফতরে যাবেন অমিত শাহ। শনিবার সকালে নবান্নে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিনভর বৈঠক করবেন তিনি। শুক্রবার অমিত শাহকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবেন বিজেপি নেতারা। থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থাকতে পারেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। শনিবার নবান্নের বৈঠকে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, সিকিমের মুখ্যমন্ত্রীরাও নবান্নে হাজির থাকবেন।