দ্বিতীয়ায় পুজো উদ্বোধন করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১ ঘণ্টার ঝটিতি সফর করবেন। শুধুমাত্র সন্তোষ মিত্র স্কয়ারের পুজো উদ্বোধন করবেন তিনি।
জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সে নামবেন তিনি। তারপর গাড়িতে করে শিয়ালদহের দিকে রওনা দেবেন । তাঁর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ দলের রাজ্য স্তরের শীর্ষ নেতারা।
এবারে সন্তোষ মিত্র স্কয়্যারের থিম রাম মন্দির। সেই আদলেই গড়ে তোলা হয়েছে প্যান্ডেল। তারসঙ্গে বিশেষ আলোকসজ্জাও রাখা হয়েছে। কিন্তু যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী দিনের আলো থাকতে থাকতেই উদ্বোধন সারবেন সেকারণে তিনি আলোকসজ্জা নাও দেখতে পারেন।
Read More- বিশ্বকাপে আজ ফের শূন্য থেকে শুরু অস্ট্রেলিয়ার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সল্টলেকে বৈঠক করে বিজেপি নেতৃত্ব। সেখানেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এরপর ষষ্ঠীর দিন ফের রাজ্যে আসবেন জে পি নাড্ডা। তিনিও একাধিক মণ্ডপ ঘুরে দেখবেন।