নভেম্বর রাজ্যে ফের শিল্প সম্মেলন। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রশাসন সূত্রে খবর, ২১ থেকে ২৩ নভেম্বর হবে এই সম্মেলন। তার আগে, আগেই ঘোষণা করা হয়েছে কলকাতায় শাখা অফিস খুলতে চলেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ২১ মার্চ তার মউ স্বাক্ষর হবে বলে এদিন জানিয়েছেন মু্খ্যমন্ত্রী। ৩৫ লক্ষ বর্গফুট জমিতে গড়ে তোলা হবে এই দফতর। তৈরি হবে ৩০ হাজার যুবক-যুবতীর চাকরির সম্ভাবনা।
রাজ্যে শিল্প সম্মেলন ঘোষণার দিনেই আরও নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে তিনি জানিয়েছেন, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আগামী দিনে ৪১ লক্ষ মানুষের চাকরি হবে। তাঁর দাবি, এমএসএমই সেক্টরে ১ লক্ষ ১৪ হাজার লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে যে এই সেক্টরে বিরাট সাফল্য এসেছে, তা ইতিমধ্যেই কেন্দ্রীয় রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে এদিন বানতলার কথা তুলে ধরেন মমতা।
তবে, মুখ্যমন্ত্রী খুশি রাজ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা খোলা নিয়ে। তিনি জানিয়েছেন, এর ফলে রাজ্যে আরও বেশি করে নিয়োগ বাড়বে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিশ্ব বাণিজ্য সংস্থার এই শাখা দফতরে নিয়োগ করা হবে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।