কলকাতার উপরে এখনও টাটকা আরজি করের ঘটনা। তারমধ্যেই শুক্রবারের শহরে স্কুলে যাওয়ার পথে এক পড়ুয়ার রহস্য-মৃত্যুর ঘটনা। মৃত শিশু মধ্য কলকাতার এক নামী বেসরকারি স্কুলের পড়ুয়া। জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে পুলকারে স্কুলে যাচ্ছিল ওই শিশু। গাড়ি থেকে নামতেই বমি শুরু হয়। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় তালতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারের তরফে জানানো হয়েছে, রোজের মতো এদিনও পুলকারে করে স্কুলে যাচ্ছিল তাদের ছেলে। কিন্তু তারা খবর পায়, ছেলে অসুস্থ। এরপর নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শিশু খানিক অসুস্থ ছিল। পুলকার থেকে নামার পরেই কেন আচমকা তার বমি শুরু হল, তা স্পষ্ট নয়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত করা যাবে। পুলকারে যাদের সঙ্গে ওই শিশু ছিল, তাদের সঙ্গে কথা বলা হবে। ইতিমধ্যেই পরিবার ও স্কুলের সঙ্গে কথা বলেছে পুলিশ।